‘শখের কাজ’
[ঊনিশ পদ]
কবিতা হলো শখের কাজ,
পেশা বানাতে চাইলে সর্বনাশ হয়,
মাথা নষ্টের মন্ত্র হয়ে কবিতারা এখন স্বাধীন,
বাতাসে বসে গুনগুন করে গান গায়,
কউতররা দোলনায় বসে দুল খায়।
কবিদের হাবভাব বুঝি না,
কউতরের কল্লায় গুল্লি মেরে বলে, আজ কবিতা লিখব।
কবিতা লিখে কবিরা সফলও হচ্ছে,
তবে বেশির ভাগ অভাগা, পাতে ভাত পড়ে না,
কবি হতে হলে প্রশান্ত হতে হয়, কবিদের পেট পিঠ নেই।
কষ্টে ক্লিষ্ট হলে মন অতিষ্ট হয়,
সৎকর্মে স্বর্গ মিলে, অসৎরা নরকে যাবে,
কল্পনার কল্পনায় কাল্পনিক সব কল্পনা,
আঁধারের গল্প শুনলে ভয়ে কলিজা কাঁপে,
আজকাল জান ডাকলে জানরা ধমকায়।
অনন্তাকাশে মেঘ, পরিবেশ খুব সুন্দর,
জংলায় সোনার হরিণ থাকে,
চাইলে ধরা যায় না, তবে চাইলে পাপমোচন হয়,
শাপমোচন সহজে না হওয়ার কারণ মানুষের মনে দাগা লাগে।